গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় কার্যালয়
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
[সিটিজেন চার্টার]
রুপকল্প (Vision):
টেকসই সমবায়, টেকসই উন্নয়ন।
অভিলক্ষ্য (Mission):
সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবাখাতে টেকসই সমবায় গড়ে তোলা।
কৌশল (Strategy):
1. উৎপাদন, আর্থিক ও সেবাখাতে সমবায় গঠন;
2. টেকসই সমবায় গঠনে কার্যক্রম গ্রহণ;
3. সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজন;
নাগরিক সেবা : |
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোনও ই-মেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী,অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
০১। |
প্রকল্প/কর্মসূচি ভুক্ত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন। |
৬০ দিন |
|
উপজেলা সমবায় কার্যালয়। |
নিবন্ধন ফি হিসেবে 300 অথবা 50 টাকা এবং ভ্যাট বাবদ আরো অতিরিক্ত 45 অথবা 7 টাকা নির্ধারিত কোডে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে । |
উপজেলা সমবায় কর্মকর্তা, জীবননগর, চুয়াডাঙ্গা। ফোনঃ 07624-75004
|
জেলা সমবায় কর্মকর্তা, চুয়াডাঙ্গা। ফোনঃ ০761-62553
জেলার কোড : 7200
|
|
|||||||
|
|||||||
|
|||||||
|
|||||||
|
|||||||
|
|||||||
|
|||||||
৯. আগামী দুই বছরের বাজেট। |
|||||||
১০. সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা/ 2013 মোতাবেক একই এলাকায় এই নামে অন্য কোনো সমবায় সমিতি নেই বা অন্য কোন সমবায় সমিতির সাথে দ্বন্দ্ব-সংঘাত হবে না মর্মে প্রত্যয়ন পত্র থাকতে হবে। সমিতি কোন প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান বা সমিতির কোন অঙ্গপ্রতিষ্ঠান থাকতে পারবে না। |
|||||||
|
১১. |
||||||
|
১২. |
||||||
১৩. |
|||||||
|
|
|
১৪. |
|
|
||
১৫. |
|
|
|
||||
১৬. |
|
||||||
১৭. 18. বাড়িভাড়া চুক্তিনামা। |
|
||||||
2। |
সমবায় সমিতির বার্ষিক হিসাব নিরীক্ষা |
সমবায় বর্ষ সমাপ্তির তারিখ হতে পরবর্তী 9 (নয়) মাসের মধ্যে |
১)সমবায় সমিতি বিধিমালা 2004 এর 102 (2) বিধিমোতাবেক নিরীক্ষক কর্তৃকসংশ্লিষ্টসমিতিকে কমপক্ষে ১৫ দিন পূর্বে নোটিশ জারি করতে হবে। ২) নিরীক্ষককে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী নিরীক্ষা কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন এবং নিরীক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিবরণী প্রণয়ন করবে এবং নিরীক্ষক দাখিলকৃত বিবরণী যথাযথভাবে যাচাই করবেন। |
সংশ্লিষ্ট সমিতির কার্যালয় |
সমবায় সমিতি নিরীক্ষার জন্য বিধি মোতাবেক ফি প্রদান করবে |
সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসার ওজেলা সমবায় কর্মকর্তা, চুয়াডাঙ্গা। |
যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা। ফোনঃ ০৪১-৭61981 Jroffice.khulna@gmail.com
|
৩। |
ব্যবস্থাপনা কমিটির নির্বাচন |
২ অথবা ৩ বছর |
১)নিবন্ধক কর্তৃক অনুমোদিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ দুই বছর। ২)নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি উহার প্রথম অনুষ্ঠিত সভারতারিখ হতে 01 (এক) মেয়াদের 03 (তিন) বছর পরবর্তীতে আরো দুই মেয়াদে 06 (ছয়) বছর পয©ন্ত থাকতে পারবে । |
সংশ্লিষ্ট সমিতির কার্যালয় |
বিনা মূল্যে |
সংশ্লিষ্ট সমিতি কর্তৃপক্ষ |
সংশ্লিষ্ট উপজেলা/মেট্রো থানা সমবায় কর্মকর্তা ওজেলা সমবায় কর্মকর্তা, খুলনা |
৪। |
অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি |
১২০ দিন |
সমবায় সমিতির নির্বাচন রেজিস্ট্রার, বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন ও নির্বাচন ক্যালেন্ডার এবং সমিতি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে । |
সংশ্লিষ্ট সমিতির কার্যালয়, উপজেলা সমবায় কার্যালয়। |
বিনা মূল্যে |
সংশ্লিষ্ট উপজেলা সমবায় কর্মকর্তা ওজেলা সমবায় কর্মকর্তা, চুয়াডাঙ্গা। |
জেলা সমবায় কর্মকর্তা, খুলনা। ফোনঃ ০৪১-৭২১৬৬৮ dcokhulna@gmail.com ও যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা। ফোনঃ ০৪১-৭61981 Jroffice.khulna@gmail.com |
৫। |
পরিদর্শন |
নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সময় |
নিবন্ধক স্ব-প্রনোদিত হয়ে/সমবায় সমিতির বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে/সমিতি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে । |
সংশ্লিষ্ট সমিতির কার্যালয় |
বিনা মূল্যে |
সংশ্লিষ্ট উপজেলা সমবায় কর্মকর্তা ওজেলা সমবায় কর্মকর্তা, চুয়াডাঙ্গা। |
ঐ |
6। |
প্রশিক্ষণ/ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান ও কর্মশালায় অংশগ্রহণ |
১/৫/১০/১৫ দিন। |
প্রশিক্ষণের মনোনয়ন আদেশ |
জেলা সমবায় কার্যালয়, চুয়াডাঙ্গা। |
বিনা মূল্যে |
সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসার ও ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট,জেলা সমবায় কার্যালয়, চুয়াডাঙ্গা। |
অধ্যক্ষ, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, খুলনা/অধ্যক্ষ,বালাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ী, কুমিল্লা। |
7। |
বার্ষিক সাধারণ সভা |
বার্ষিক নিরীক্ষা সমাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে |
১) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান ব্যতীত বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে সভা অনুষ্ঠানের ১৫ দিন পূর্বে; ২) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সংক্রান্ত সাধারণ /বিশেষ সাধারণ সভার নোটিশ নির্বাচন অনুষ্ঠানের ৬০ দিন পূর্বে জারী করতে হবে। |
সংশ্লিষ্ট সমিতির কার্যালয় |
বিনা মূল্যে |
সংশ্লিষ্ট সমিতি কর্তৃপক্ষ উপজেলা সমবায় অফিসার |
জেলা সমবায় কর্মকর্তা, খুলনা। ফোনঃ ০৪১-৭২১৬৬৮ dcokhulna@gmail.com
|
8। |
অডিট ফি |
৩০ জুনের মধ্যে |
সমিতির নিরীক্ষা প্রতিবেদন |
ঐ |
নীট লাভের ভিত্তিতে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারণ |
সংশ্লিষ্ট উপজেলা সমবায় কর্মকর্তা ওজেলা সমবায় কর্মকর্তা, চুয়াডাঙ্গা। |
ঐ |
9। |
সমবায় উন্নয়ন তহবিল |
ঐ |
ঐ |
ঐ |
নীট লাভের ভিত্তিতে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী 3% নির্ধারন |
ঐ |
ঐ |
10। |
গণশুনানী |
সপ্তাহের যেকোন 01 কর্ম দিবস |
অভিযোগ সম্পর্কে আবেদন ও আবেদনের সপক্ষে রেকর্ডপত্র। |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয় |
বিনা মূল্যে |
সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসার ওজেলা সমবায় কর্মকর্তা, চুয়াডাঙ্গা। |
যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা। ফোনঃ ০৪১-৭61981 Jroffice.khulna@gmail.com |
১1। |
তথ্য প্রচার ও সেবা প্রদান সংক্রান্ত |
নিয়মিত |
ফেসবুকে এ সংক্রান্ত তথ্য নিয়মিত আপডেট করার মাধ্যমে তথ্য প্রচার করা হয়। |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয় |
বিনা মূল্যে |
ঐ |
ঐ |
১2। |
তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী তথ্য প্রদান |
*আবেদন প্রাপ্তির তারিখ হতে 20 কায© দিবসের মধ্যে তথ্য প্রদান * তথ্য প্রদানের অপারগ হলে 10 কায© দিবসের মধ্যে জানাতে হবে। |
চাহিত তথ্যাদি |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয় |
A4 সাইজের কাগজের প্রতি পৃষ্ঠার জন্য 02 টাকা হারে প্রদান করতে হবে। |
সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা/উপজেলা সমবায় কর্মকর্তা, জীবননগর, চুযাডাঙ্গা।
|
সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা/জেলা সমবায় কর্মকর্তা, চুযাডাঙ্গা। |
|
স্বাক্ষিরিত/- মো: নাজির হোসেন উপজেলা সমবায় অফিসার আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। ফোনঃ০৭৬২২-৫৬২০৪ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS